অংকন বিভাগের ছাত্রছাত্রীদের নিয়মাবলী
১. নির্দিষ্ট সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে।
২. প্রত্যেক ছাত্রছাত্রীকে ক্লাসে স্কুল ডায়েরি অবশ্যই আনতে হবে।
৩. প্রতি সপ্তাহে কমপক্ষে দুটি করে বাড়ির কাজ দেখাতে হবে।
৪. ভর্তির ১মাসের মধ্যে স্কুল ড্রেস পড়ে আসতে হবে, স্কুলের ইউনিফর্ম প্রতিদিন পরে আসতে হবে।
৫. বাড়ির কাজে কোন ছাত্র বা ছাত্রীর Performance ভালো হলে তাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
৬. নতুন ডায়েরির জন্য ৬০ টাকা জমা দিতে হবে। (বাজার মূল্যের উপর ডায়েরির দাম বাড়তে পারে)
৭. ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা আছে। শিক্ষান্তে Certificate প্রদান করা হয়।
৮. যে সমস্ত অঙ্কন বিভাগের ছাত্রছাত্রী ডিপ্লোমা কোর্সের পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করবে তাদের সিলেবাসের ছবিগুলিতে সাল সহ ForExam কথাটি উল্লেখ করা থাকবে। সেই ছবিগুলিকে অভিভাবকদের আলাদা ফাইলে রেখে দিতে হবে, যা পরীক্ষার সময় প্রয়োজন হবে।
৯. সারাবছরের আঁকা ছবিগুলির মধ্যে অন্তত একটি ছবি বাঁধতে হবে।
১০. দৃষ্টিনন্দনের বেতন দেওয়ার সময়সীমা প্রতিমাসের ১০তারিখের মধ্যে। নির্ধারিত সময়ে বেতন না দিলে প্রতিমাসের জন্য ৫০টাকা ফাইন ধার্য্য হবে। যে সমস্ত ছাত্রছাত্রীর ২মাসের বেতন বাকি থাকবে তাদের তৃতীয় মাসের ১০তারিখের মধ্যে কমপক্ষে ২ (দুই) মাসের বেতন পরিশোধ করতে হবে, না করলে ছাত্রছাত্রীর নাম স্কুলের রেজিস্টার থেকে বাতিল করা হবে। পরবর্তী ক্লাসে এলে নতুন করে ভর্তি করাতে হবে।
১১. স্কুল ছাড়ার আগে দরখাস্ত দিয়ে স্কুল ছাড়তে হবে নইলে চলতি ছাত্রছাত্রী বলে ধার্য্য করা হবে এবং বেতন পরিশোধ করতে হবে।
নাচ/ গান /আবৃত্তি/ তবলা/ গিটার/ কম্পিউটার/ হাতের লেখা/
স্পোকেন ইংলিশ/ অ্যাবাকাস বিভাগের ছাত্রছাত্রীদের নিয়মাবলী
১. নির্দিষ্ট সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে।
২. প্রত্যেক ছাত্রছাত্রীকে ক্লাসে স্কুল ডায়েরি অবশ্যই আনতে হবে।
৪. ভর্তির ১মাসের মধ্যে স্কুল ইউনিফর্ম পড়ে আসতে হবে, স্কুলের ইউনিফর্ম প্রতিদিন পরে আসতে হবে।
৫. বাড়ির কাজে কোন ছাত্র বা ছাত্রীর Performance ভালো হলে তাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
৬. নতুন ডায়েরির জন্য ৬০ টাকা জমা দিতে হবে। (বাজার মূল্যের উপর ডায়েরির দাম বাড়তে পারে)
৭. ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা আছে। শিক্ষান্তে Certificate প্রদান করা হয়।
৮. দৃষ্টিনন্দনের বেতন দেওয়ার সময়সীমা প্রতিমাসের ১০তারিখের মধ্যে। নির্ধারিত সময়ে বেতন না দিলে প্রতিমাসের জন্য ৫০টাকা ফাইন ধার্য্য হবে। যে সমস্ত ছাত্রছাত্রীর ২মাসের বেতন বাকি থাকবে তাদের তৃতীয় মাসের ১০তারিখের মধ্যে কমপক্ষে ২ (দুই) মাসের বেতন পরিশোধ করতে হবে, না করলে ছাত্রছাত্রীর নাম স্কুলের রেজিস্টার থেকে বাতিল করা হবে। পরবর্তী ক্লাসে এলে নতুন করে ভর্তি করাতে হবে।
৯. স্কুল ছাড়ার আগে দরখাস্ত দিয়ে স্কুল ছাড়তে হবে নইলে চলতি ছাত্রছাত্রী বলে ধার্য্য করা হবে এবং বেতন পরিশোধ করতে হবে।
ক্যারাটে বিভাগের ছাত্রছাত্রীদের নিয়মাবলী
১. নির্দিষ্ট সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে।
২. প্রত্যেক ছাত্রছাত্রীকে ক্লাসে স্কুল ডায়েরি অবশ্যই আনতে হবে।
৩. ভর্তির ১মাসের মধ্যে ক্যারাটে ইউনিফর্ম পড়ে আসতে হবে।
৪. নতুন ডায়েরির জন্য ৬০ টাকা জমা দিতে হবে। (বাজার মূল্যের উপর ডায়েরির দাম বাড়তে পারে)
৫. দৃষ্টিনন্দনের বেতন দেওয়ার সময়সীমা প্রতিমাসের ১০তারিখের মধ্যে। নির্ধারিত সময়ে বেতন না দিলে প্রতিমাসের জন্য ৫০টাকা ফাইন ধার্য্য হবে। যে সমস্ত ছাত্রছাত্রীর ২মাসের বেতন বাকি থাকবে তাদের তৃতীয় মাসের ১০তারিখের মধ্যে কমপক্ষে ২ (দুই) মাসের বেতন পরিশোধ করতে হবে, না করলে ছাত্রছাত্রীর নাম স্কুলের রেজিস্টার থেকে বাতিল করা হবে। পরবর্তী ক্লাসে এলে নতুন করে ভর্তি করাতে হবে।
৬. স্কুল ছাড়ার আগে দরখাস্ত দিয়ে স্কুল ছাড়তে হবে নইলে চলতি ছাত্রছাত্রী বলে ধার্য্য করা হবে এবং বেতন পরিশোধ করতে হবে।
৭. আমার ছেলে/ মেয়ের ক্যারাটে সর্বোত্তম জ্ঞানের জন্য ভর্তি করেছি দৃষ্টিনন্দনে। আমি নিয়মে চলার প্রতিশ্রুতি দিচ্ছি এবং প্রশিক্ষণ/ টেস্ট/ টুর্নামেন্টের সময় আমার ছেলে/ মেয়ের অবহেলার জন্য কোনো দুর্ঘটনা/ আঘাতের জন্য প্রশিক্ষক/সংস্থাকে দায়ী করব না।
যোগব্যায়াম বিভাগের ছাত্রছাত্রীদের নিয়মাবলী
১. নির্দিষ্ট সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে।
২. প্রত্যেক ছাত্রছাত্রীকে ক্লাসে স্কুল ডায়েরি অবশ্যই আনতে হবে।
৩. ভর্তির ১মাসের মধ্যে স্কুল ইউনিফর্ম পড়ে আসতে হবে, স্কুলের ইউনিফর্ম প্রতিদিন পরে আসতে হবে।
৪. নতুন ডায়েরির জন্য ৬০ টাকা জমা দিতে হবে। (বাজার মূল্যের উপর ডায়েরির দাম বাড়তে পারে)
৫. দৃষ্টিনন্দনের বেতন দেওয়ার সময়সীমা প্রতিমাসের ১০তারিখের মধ্যে। নির্ধারিত সময়ে বেতন না দিলে প্রতিমাসের জন্য ৫০টাকা ফাইন ধার্য্য হবে। যে সমস্ত ছাত্রছাত্রীর ২মাসের বেতন বাকি থাকবে তাদের তৃতীয় মাসের ১০তারিখের মধ্যে কমপক্ষে ২ (দুই) মাসের বেতন পরিশোধ করতে হবে, না করলে ছাত্রছাত্রীর নাম স্কুলের রেজিস্টার থেকে বাতিল করা হবে। পরবর্তী ক্লাসে এলে নতুন করে ভর্তি করাতে হবে।
৬. স্কুল ছাড়ার আগে দরখাস্ত দিয়ে স্কুল ছাড়তে হবে নইলে চলতি ছাত্রছাত্রী বলে ধার্য্য করা হবে এবং বেতন পরিশোধ করতে হবে।
৭. আমার ছেলে/ মেয়ের যোগব্যায়ামের মাধ্যমে সর্বোত্তম জ্ঞানের জন্য ভর্তি করেছি দৃষ্টিনন্দনে। আমি নিয়মে চলার প্রতিশ্রুতি দিচ্ছি এবং প্রশিক্ষণ/ টেস্ট/ টুর্নামেন্টের সময় আমার ছেলে/ মেয়ের অবহেলার জন্য কোনো দুর্ঘটনা/ আঘাতের জন্য প্রশিক্ষক/সংস্থাকে দায়ী করব না।